বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৫

সিলেটের বিপক্ষে লিডের জন্য লড়ছে রংপুর

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের তৃতীয় রাউন্ডে প্রথম ইনিংসে ১৯৯ রানে অলআউট হয়েছে সিলেট বিভাগ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১৮৭ রান করেছে রংপুর। ২ উইকেট হাতে নিয়ে ১২ রানে পিছিয়ে রংপুর। 

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭ উইকেটে ১৭২ রান করেছিল সিলেট। 

দ্বিতীয় দিন বাকী ৩ উইকেটে ২৭ রানের বেশি যোগ করতে পারেনি সিলেট। ১৯৯ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে উইকেটরক্ষক অমিত হাসান সর্বোচ্চ ৯১ রান করেন। এছাড়া রেজাউর রাজা ৩৩ ও আশরাফুল হাসান ২৭ রান করেন। 

৩টি করে উইকেট নিয়ে সিলেটকে ২শর নীচে গুটিয়ে রাখতে অবদান রাখেন মুকিদুল মুগ্ধ, রবিউল হক ও আব্দুল্লাহ আল মামুন। 

জবাবে উপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে রংপুর। 
কিন্তু লোয়ার অর্ডারে অধিনায়ক তানবীর হায়দার, আবু হাশিম ও রবিউল হকের ছোট-ছোট ইনিংসের সুবাদে লড়াইয়ে ফিরে রংপুর। দিন শেষে লিডের আশা বাঁচিয়ে রেখেছে তারা। 

তানবীর ৪৯ ও হাসিম ৩১ রানে আউট হলেও ২৭ রানে অপরাজিত আছেন রবিউল। 

সিলেটের আবু জায়েদ রাহি ৪ উইকেট নেন।