বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৯:২৮

বিকেলের সেশনে আলো ছড়িয়েছেন হিমু ও শিমু

ঢাকা, ৯ নভেম্বর ২০২৫ (বাসস) : তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫-এর রিকার্ভ নারী ও কম্পাউন্ড পুরুষ বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচ্যারদের মধ্যে সীমা আক্তার শিমু ও হিমু বাছাড় প্রথম দিনের দ্বিতীয় সেশনে আলো ছড়িয়েছেন।

রোববার দিনের দ্বিতীয় সেশনে রিকার্ভ নারী এককে ৬৩৭ স্কোর গড়ে কোয়ালিফিকেশন রাউন্ডে ৫১ প্রতিযোগীর মধ্যে ২৪তম হন সীমা আক্তার শিমু। 

এ বিভাগে বাংলাদেশের বাকি তিন আরচ্যার সোনালী রায় ৬২৩ স্কোর নিয়ে ৩২তম, ইতি খাতুন ৬১০ স্কোর নিয়ে ৩৭তম ও মনিরা আক্তার ৬০৬ স্কোর নিয়ে ৩৮তম হয়েছেন।

রিকার্ভ নারী এককের এলিমেনেশন রাউন্ডের প্রথম ধাপে (১/২৪) সোনালি রায় কাজাখস্তানের  দিয়ানা তুর্সানবেকের, শিমু কাজাখস্তানের ইলিজাভিয়েতা আভামেভার, ইতি মালয়েশিয়ার মাশাইখ সায়াকিয়ারার ও মনিরা চীনের কাই উফেংয়ের মুখোমুখি হবেন।

রিকার্ভ মহিলা দলগত বিভাগে ১০ দলের মধ্যে নবম অবস্থান নিয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করবে ১৮৭০ স্কোর গড়া বাংলাদেশ। বাংলাদেশ দলের হয়ে খেলবেন ইতি খাতুন, সোনালি রায় ও সীমা আক্তার শিমু।

রিকার্ভ মিশ্র এককের এলিমিনেশন রাউন্ডের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ ১/৮ এর লড়াইয়ে লড়বে কাজাখস্তানের বিপক্ষে। রাম কৃষ্ণ সাহা-সীমা আক্তার শিমু জুটি মিশ্র এককে খেলবেন বাংলাদেশের হয়ে।

এদিকে কম্পাউন্ড পুরুষ এককে কোয়ালিফিকেশন রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ৬৮তম খেলোয়াড় হিমু বাছাড় ৭০৪ স্কোর নিয়ে ৫৩ প্রতিযোগীর মধ্যে দশম হয়েছেন। এ বিভাগে তার বাকি তিন সতীর্থ  মোহাম্মাদ আশিকুজ্জামান ৬৮৭ স্কোর নিয়ে ৩৫তম, নওয়াজ আহমেদ রাকিব ৬৮৩ স্কোর নিয়ে ৪১তম ও সোহেল রানা ৬৭৯ স্কোর নিয় ৪৫তম হয়েছেন।

এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পেয়ে হিমু সরাসরি উঠেছেন ১/১৬-তে। ১/২৪-এর লড়াইয়ে রাকিব সৌদি আরবের আলি রেজা আলবাকামির, সোহেল ভিয়েতনামের এনগুয়েন এগোক ডুংয়ের এবং আশিকুজ্জামান হংকংয়ের ই তাই ওয়াই দেভিদের মুখোমুখি হবেন। 

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ২০৭৪ স্কোর নিয়ে ১৩ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ। দলের হয়ে এলিমিনেশন রাউন্ডে অংশ নিবেন মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড় ও নাওয়াজ আহমেদ রাকিব।

কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে হিমু বাছাড় ও বন্য আক্তার জুটিকে নিয়ে গড়া বাংলাদেশ দল এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে খেলবে কাজাখস্তানের বিপক্ষে।

রিকার্ভ মহিলা এককের নারী এককের কোয়ালিফিকেশন রাউন্ডে সেরা হয়েছেন দক্ষিণ কোরিয়ার জ্যাং মায়ে। কম্পাউন্ড পুরুষ এককের কোয়ালিফিকেশনে ৭১৫ স্কোর নিয়ে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার আরচ্যার কিম জংহো।

প্রথম দিনের পারফরমেন্স নিয়ে কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, “আমাদের ভালো কিছু মুহূর্ত আছে এবং কিছু মুহূর্ত ভালো হয়নি। একটু হতাশই, কিন্তু আমি যেটা উল্লেখ করতে চাইছি, সেটা অবশ্যই ভালো অংশ। সকালের সেশনে বন্যা আক্তার ভালো করেছে। রিকার্ভ পুরুষ এককে রাম কৃষ্ণ সাহা ষষ্ঠ হয়েছে। সেরা দশের মধ্যে থাকা খুবই ভালো বিষয়।

বিকালের সেশনে হিমু বাছাড় দশম স্থান পেয়েছে। সেরা দশে থাকা ভালো। রিকার্ভ নারী এককের স্কোয়াড আমাদের সবচেয়ে দুর্বল অংশ, তারপরও শিমু ভালো করেছে।’’

ফ্রেডরিক আরো বলেন, দল ঐক্যবদ্ধভাবে ভালো পরিশ্রম করছে। তাদের মধ্যেকার বন্ধন ভীষণ দৃঢ় এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে অনুশীলন করছে। একসাথে থাকছে, যেটা আমাদের দলের জন্য বাড়তি শক্তির জায়গা। বাকি দিনগুলোতে দলের সাথে থাকুন। খেলাগুলো খুবই চ্যালেঞ্জিং ও আঁসসাঁট হবে।