শিরোনাম

সিলেট, ৯ নভেম্বর ২০২৫ (বাসস) : টেস্ট শুরুর দুইদিন আগে সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। সুরমা নদীর কিনব্রিজ সংলগ্ন দেড় শতাধিক বছরের ঐতিহাসিক আলী আমজাদ ঘড়িঘরের সামনে আজ রোববার ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুপুরে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বালবার্নি। অনুষ্ঠানে সিলেটে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ক্রিকেট ট্যুরিজমকে আরও সমৃদ্ধ করতে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে ট্রফি উন্মোচনের ধারাবাহিকতা বলে জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। এর আগে ঢাকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে।
ঘড়ির সামনে ট্রফি প্রদর্শনের মাধ্যমে সিলেটের ঐতিহাসিক স্থানের সঙ্গে খেলাধুলার সংযোগ স্থাপন করা হলো, যা স্থানীয় পর্যটনে ভূমিকা রাখবে।
১৮৭৪ সালে পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খাঁ সিলেটে সুরমা নদীর তীরে এই ঘড়িঘরটি নির্মাণ করেন। তাঁর ছেলে আলী আমজাদের নামানুসারে ঘড়ি ঘরটির নামকরণক করা হয়। সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিনব্রিজের পাশে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী এই ঘড়িঘর।
লোহার খুঁটির ওপর ঢেউটিনে তৈরি গম্বুজাকৃতির স্থাপত্যশৈলীর এই ঘড়িঘর সিলেটে ঐতিহ্য ও স্মারক হিসেবে পরিচিত। একপাশে কিনব্রিজ, সুরমা নদীর ঘাট চাঁদনিঘাটের সিঁড়ির সামনে শির উঁচু করে দাঁড়িয়ে থাকা ঘড়িঘরটির উচ্চতা ২৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট ১০ ইঞ্চি। ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর দ্বারা এই ঘড়িটি ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দফা মেরামত করার পর ২০২১ সালে পুরনো কাঠামো ঠিক রেখে নতুনরূপে তৈরি করা হয় ঘরটি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১৯ নভেম্বর থেকে ।