বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৮:০৭

আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : অধিনায়ক আজিজুল হাকিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। 

বৃষ্টি আইনে ৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হবার পর, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে ১০২ রানে ও ৪৭ রানে জিতে নেয় আফগানিস্তান।

শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়াল বাংলাদেশের যুবারা।

রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করে তারা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন আফগানিস্তানের ওপেনার ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজি ৩২ রান করেন। বাংলাদেশের সামিউন বশির ২ উইকেট নেন। 

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়েছিল স্বাগতিকরা। 

সতীর্থরা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন আজিজুল। ৭৩ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। 

পঞ্চম উইকেটে ফরিদ হাসানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করছিলেন আজিজুল। কিন্তু ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৬১ রানে সপ্তম উইকেট হারায় তারা। 

অষ্টম উইকেটে শাহরিয়ার আল-আমিনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান আজিজুল। ৪৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এজন্য ১১৭ বল খেলেন আজিজুল। 

দলের জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন আজিজুল। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন স্বাধীন ইসলাম। আল-আমিন ১৭ রানে এবং স্বাধীন ৪ রানে অপরাজিত ছিলেন। 

ওয়াহিদুল্লাহ জাদরান ২৫ রানে ৪ উইকেট নেন।