বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৮:১৪

সিরিজে লিড নেওয়ার লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : প্রথম দুই টি-টোয়েন্টি শেষে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দু’দল। 

নেলসনে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

প্রথম ম্যাচ ৭ রানে জিতে সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান করে ক্যারিবীয়রা। জবাবে ৯ উইকেটে ১৫৭ রান করে নিউজিল্যান্ড। 

টান-টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রানে জয় পায় নিউজিল্যান্ড। ব্যাটার মার্ক চাপম্যানের ২৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের বড় সংগ্রহ পায় কিউইরা। 

জবাবে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও ম্যাথু ফোর্ড মিলে সপ্তম ও অষ্টম উইকেটে ৪২ বলে ১০৯ রান যোগ করলে জয়ের সুযোগ সৃষ্টি করে ক্যারিবীয়রা।

কিন্তু শেষ বলে জয়ের জন্য ৫ রানের সমীকরণ মেলাতে না পারায় তীরে এসে তরী ডুবে ওয়েস্ট ইন্ডিজের। ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রান করে ক্যারিবীয়রা। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের ক্ষত ভুলে তৃতীয় ম্যাচ জিতে লিড নিতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের ভাল সুযোগ ছিল আমাদের।

কিন্তু ভাগ্য সাথে ছিল না। আশা করছি, তৃতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে দল।’

দ্বিতীয় ম্যাচের জয় আত্মবিশ্বাস জোগাচ্ছে নিউজিল্যান্ডকে। অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘আগের ম্যাচে আমরা দল হিসেবে খুবই ভালো খেলেছি। শেষ দিকে বোলাররা ভালো করতে পারেনি। তারপরও জয় পেয়েছি, সিরিজ সমতা আনতে পেরেছি, এটাই বড় ব্যাপার। এবার জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে লিড নিতে চাই আমরা।’

এখন পর্যন্ত ২২ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড। এরমধ্যে জয়ের পাল্লা ভারি নিউজিল্যান্ডের। ১১ ম্যাচ জিতেছে তারা। ৬ জয় আছে ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া ৩টি ম্যাচ টাই ও ২টি পরিত্যক্ত হয়। 

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবিন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ন্যাথান স্মিথ ও ইশ সোধি।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রান্ডন কিং, খারি পেইরি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।