শিরোনাম

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন চপল।
আজ (শনিবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এশিয়ান আর্চারি কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৯-৯ ভোটের ব্যবধানে টানা পাঁচবারের এবং বর্তমান সভাপতি দক্ষিণ কোরিয়ার টমাস হানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন চপল।
এর আগে দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন চপল। কোরিয়ার বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা টমাস হান ছিলেন সাধারণ সম্পাদক।
শুধুমাত্র একজন অভিজ্ঞ সংগঠকই নন, পৃষ্ঠপোষকও চপল। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব আর্চারিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চপল।
এখন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হলেন চপল।