বাসস
  ০৭ নভেম্বর ২০২৫, ২০:৩৯

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী “৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা-২০২৫”।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি কর্নেল ওয়েস হুদা (অব:), স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল চট্টগ্রাম, রাজশাহী, রাঙ্গামাটি, কুমিল্লা, চাপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০৮ জন পুরুষ ও ৭২ জন নারীসহ মোট ১৮০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। 

পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৮টিসহ মোট ১৬টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী কাল দিনব্যাপী খেলা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশন সদস্য ড. মোঃ মোখলেস উর রহমান।