শিরোনাম

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : মলডোভা ও নরওয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য ইতালিয়ান কোচ জেনারো গাত্তুসো দলে ডেকেছেন গিয়ানলুকা সামাক্কা ও আলেহান্দ্রো বুগিওরনোকে। এছাড়া এই দলে আরো কিছু বিস্ময় রয়েছে।
এ্যালেক্স মেরেতের ইনজুরির কারনে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন কালিয়ারির গোলরক্ষক এলিয়া ক্যাপ্রিল। মেরেতের নাপোলি সতীর্থ বুগিওরনো ইনজুরির কারনে এবারের মৌসুমে আগের দুটি আন্তর্জাতিক উইন্ডোতে অনুপস্থিত থাকার পর আবারো দলে ফিরেছেন। এছাড়া ইউরো ২০২৪’এ সর্বশেষ খেলা আটালান্টা স্ট্রাইকার সামাক্কাও দলে ফিরেছেন।
আগামী বৃহস্পতিবার গ্রুপ-আই’র তলানির দল মলডোভার মুখোমুখি হবে ইতালি। এরপর রোববার সান সিরোতে শীর্ষে থাকা নরওয়েকে আতিথ্য দিবে। গত মাসে এস্তোনিয়া ও ইসরায়েলকে পরাজিত করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে অন্তত প্লে-অফে খেলা নিশ্চিত করেছে আজ্জুরিরা। নরওয়ের থেকে তারা তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। মলডোভা ও ইতালি ম্যাচের ঠিক আগে এস্তোনিয়ার মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে নরওয়ে জিততে পারলে বিশ্বকাপের সরাসরি টিকেট নিশ্চিত হবে।
গোল ব্যবধানে ইতালির থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে নরওয়ে। এর অর্থ হচ্ছে গাত্তুসোর দল সবদিক দিয়েই পিছিয়ে রয়েছে। বিশেষ করে আগের দুই বিশ্বকাপে না খেলার হতাশা কাটিয়ে উঠে এবার অন্তত চূড়ান্ত পর্বের টিকেট পেতে চায় আজ্জুরিরা।
ইতালি দল :
গোলরক্ষক : এলিয়া ক্যাপ্রিল, মার্কো, গিয়ানলুইগি ডোনারুমা, গুগলিয়েলমো ভিকারিও
ডিফেন্ডার : আলেহান্দ্রো বাস্তোনি, রাওল বেলানোভা, আলেহান্দ্রো বুগিওরনো, রিকার্ডো ক্যালাফিওরি, আন্দ্রে ক্যাম্বিয়াসো, গিওভান্নি ডি লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, মাত্তেও গাব্বিয়া, গিয়ানলুকা মানচিনি
মিডফিল্ডার : নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্টান্টে, ডেভিড ফ্রাত্তেসি, ম্যানুয়েল লোকাতেল্লি, স্যামুয়েল রিচ্চি, সান্দ্রো টোনালি
ফরোয়ার্ড : পিও এস্পোসিতো, মোয়েস কিন, রিকার্ডো ওরসোলিনি, মাত্তেও পোলিটানো, গিয়াকোমো রাসপাডোরি, মাত্তেও রেটেগুই, গিয়ানলুকা সামাক্কা, মাত্তিয়া জাকাগনি।