বাসস
  ০৭ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

ভারতের লক্ষ্য সিরিজ জয়; অস্ট্রেলিয়ার সমতা

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : প্রথম চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারত। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও  শেষ ম্যাচ জিতলে বা পরিত্যক্ত হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ নেবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

অন্যদিকে সিরিজ হার এড়াতে সিরিজের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না অস্ট্রেলিয়া। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল ব্রিসবেনে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। এরপর টানা দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে লিড নেয় ভারত। তৃতীয় ও চতুর্থ ম্যাচ যথাক্রমে- ৫ উইকেট ও ৪৮ রানে জিতে টিম ইন্ডিয়া।

ব্যাট-বল হাতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের লক্ষ্য ভারতের। অসিদের বিপক্ষে সর্বশেষ তিন সিরিজের সবগুলোই জিতেছে টিম ইন্ডিয়া।

ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল, সিরিজ জয়। আমরা লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে আছি। শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড আরও বড় করতে চাই।’

টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা সময় পার করছে বিশ্বের এক নম্বর দল ভারত। ২০২৩ সালের আগস্ট থেকে কোন সিরিজ বা টুর্নামেন্ট হারেনি তারা। এসময় আটটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে জয় পায় টিম ইন্ডিয়া।

ভারতের মত টি-টোয়েন্টিতে সেরা সময় যাচ্ছে অস্ট্রেলিয়ারও। সর্বশেষ আট সিরিজের কোনটিতেই হারেনি তারা। সাতটিতে জয় ও ১টিতে ড্র করেছে অসিরা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ যেই সিরিজে হেরেছিল অস্ট্রেলিয়া, সেটি ভারতের কাছেই।

তাই আবারও ভারতের কাছে হেরে টানা সিরিজ জয়ের রেকর্ড এখানেই থামাতে চায় না অস্ট্রেলিয়া। দলের ব্যাটার টিম ডেভিড বলেন, ‘শেষ ম্যাচে আমরা জয় ছাড়া অন্য কোন পথ দেখছি না। সিরিজ হার এড়াতে আমাদের সামনে জয়ের বিকল্প নেই। তবে শেষ ম্যাচে জিততে হলে ভারতের চাইতে ভাল ক্রিকেট খেলতে হবে আমাদের।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩৬বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে টিম ইন্ডিয়ার জয় ২২ ম্যাচে। অস্ট্রেলিয়া জিতেছে ১২ ম্যাচে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া : মিচেল মার্শ (অধিনায়ক), টিম ডেভিড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জ্যাভিয়ের বার্টলেট, মাহিল বিয়াডম্যান, বেন ডওয়ারশিষ, ন্যাথান এলিস, ম্যাথু কুনেমান, ও এডাম জাম্পা।

ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।