বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

বান্দরবানে শুরু কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ

ছবি : বাসস

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ আজ থেকে বান্দরবানে শুরু হয়েছে। 

বান্দরবান জেলা স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীম আরা রিনি। 

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ, আয়োজন কমিটির সদস্য সচিব থুইসিং প্রু লুবু। 

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাসান।  

দিনের একমাত্র ম্যাচে লিটল স্টার ক্লাব ৩৭-১৬ গোলে হারিয়েছে টিম ওয়ানকে।

এবারের লিগে ২টি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো : 

‘ক’ গ্রুপ : লিটল স্টার ক্লাব, টিম ওয়ান, ইয়াং স্টার যুব সংঘ এবং কালঘাটা জিটিএল স্পোর্টিং ক্লাব 

‘খ’ গ্রুপ : জাদিতং যুব সংঘ, বান্দরবান সকার স্পোর্টিং ক্লাব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় এবং উজানীপাড়া বয়েজ ক্লাব।