শিরোনাম

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে প্রথম ড্র’র স্বাদ নিল চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ড্র করেছে তারা।
প্রথম রাউন্ডে চট্টগ্রাম ১১২ রানের বড় ব্যবধানে হারায় রাজশাহী বিভাগকে। নিজেদের প্রথম ম্যাচে খুলনা বিভাগের কাছে ৭ উইকেটে হেরেছিল বরিশাল। তাই ২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বরিশাল।
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়। এসময় চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দিন শেষে ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছিল বরিশাল। ৮ উইকেট হাতে নিয়ে ১৯২ রানে পিছিয়ে ছিল তারা। দুই ব্যাটার জাহিদুজ্জামান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন সালমানের দারুণ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৯ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। ১২টি চারে ২৪২ বলে অনবদ্য ১২০ রান করেন সালমান। ৪৩ রানে আউট হন জাহিদুজ্জামান।
চট্টগ্রামের হাসান মুরাদ ২টি, এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। এসময় বিনা উইকেটে ৩৫ রান করে তারা। মাহমুদুল হাসান জয় ২৫ ও সাদিকুর রহমান ১০ রানে অপরাজিত থাকেন।
১৩৫ রানের টার্গেট রান তাড়া করতে নেমে ৯ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৯ রান করে বরিশাল। এরপর দু’দল ম্যাচটি ড্র মেনে নেয়।
অপরাজিত ১২০ রানের সুবাদে ম্যাচ সেরা হন বরিশালের সালমান।