বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

ডাবল লিডের লক্ষ্যে কাল আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশের যুবারা

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরিজে ডাবল লিডের লক্ষ্য নিয়ে কাল আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে পেসার ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিং এবং কালাম সিদ্দিকির সেঞ্চুরিতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৫ রানে হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে।

টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রান করে আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটার উজাইরুল্লাহ নিয়াজাই ১৩৭ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন। ১০ ওভার বল করে ৫৭ রানে ৫ উইকেট নেন ইমন।

জবাবে ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান করে বাংলাদেশ। এরপর আলোকস্বল্পতায় ম্যাচ দীর্ঘক্ষণ বন্ধ থাকলে বৃষ্টি আইনে ৫ রানে জয় পায় স্বাগতিকরা।

১১টি চারে ১১৯ বল খেলে ১০১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কালাম। এছাড়া রিজান হোসেন ৭৫ ও রিফাত বেগ ২৬ রান করেন।

এই সিরিজের প্রথম ম্যাচ দিয়ে প্রায় ১৬ বছর পর বয়সভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ফিরে বগুড়ায়। সর্বশেষ ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলংকা নারী দল।

প্রথম ম্যাচে ফলাফল আসলেও, দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ ও ৯ নভেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান যুব দল।