শিরোনাম

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৩ বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের রেকর্ড নেই ওয়েস্ট ইন্ডিজের। সর্বশেষ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ক্যারিবীয়রা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের।
অকল্যান্ডে কাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত একবারই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেটিও ২০১২ সালের জুনে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আর কোন সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা।
২০১২ সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১টিতে ড্র ও চারটি সিরিজ হারে ক্যারিবীয়রা।
তবে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজ জয় অনুপ্রেরণা দিচ্ছে ক্যারিবীয়দের। গেল মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘বাংলাদেশ সফরে সর্বশেষ সিরিজে দল দারুণ পারফরমেন্স করেছে। ঐ সিরিজ জয় ছেলেদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। দল হিসেবে আমরা এখন টি-টোয়েন্টিতে অনেক বেশি আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। এরপর চার সিরিজের তিনটিতে জয় ও ১টিতে ড্র করে কিউইরা। তবে সর্বশেষ দুটি সিরিজে হেরেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে ব্ল্যাককাপসরা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া কিউইরা। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘সর্বশেষ দুই সিরিজ আমরা হেরেছি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের রেকর্ড খুবই ভাল। সর্বশেষ তিন সিরিজের সবগুলোই জিতেছি। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে থেকেই সিরিজ খেলতে নামবে দল।’
এখন পর্যন্ত ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। এরমধ্যে জয়ের পাল্লা ভারী নিউজিল্যান্ডের। ১০ ম্যাচ জিতেছে তারা। ৫ জয় আছে ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া ৩টি ম্যাচ টাই ও ২টি পরিত্যক্ত হয়।
নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফৌকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবিন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ন্যাথান স্মিথ ও ইশ সোদি।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টান চেজ, ম্যাথু ফোর্ড, জেমন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খারি পেইরি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।