বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৩

চট্টগ্রাম-বরিশাল ম্যাচে তৃতীয় দিন মাঠে গড়িয়েছে ১৫ ওভার

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছে।

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪০ ওভারে ২ উইকেটে ১১৫ রান করেছিল বরিশাল। ওপেনার জাহিদুজ্জামান ১৩ ও সালমান হোসেন ইমন ৪৭ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন ১৫ ওভার খেলা হয়। এই ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৯২ রানে পিছিয়ে বরিশাল জাহিদুজ্জামান ৩২ ও সালমান ৭৫ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।