শিরোনাম

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার থেকে ইডেন পার্কে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য নিউজিল্যান্ড ১৫ সদস্যের দল ঘোষনা করেছে।
ফাস্ট বোলার কাইল জেমিসন ও লেগ স্পিনার ইশ সোদি পুনরায় দলে ফিরেছেন।
সাইড স্ট্রেইন ইনজুরির কারনে জেমিসন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের বাইরে ছিলেন। অন্যদিকে অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচ খেলার পর আবারো জাতীয় দলে ফিরলেন সোদি।
এ সম্পর্কে কিউই হেড কোচ বব ওয়াল্টার বলেছেন, ‘এ সপ্তাহে কাইল আবারো বোলিং শুরু করেছেন। ফিটনেস বিবেচনায় তাকে টি২০ দলে ডাকা হয়েছে। আর সোদি আমাদের সবচেয়ে বেশী টি২০ ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দলে সবসময় দক্ষতা, অভিজ্ঞতা ও এনার্জি যোগ করতে পারাটা আনন্দের।’
ওয়েলিংটনের অল-রাউন্ডার ন্যাথান স্মিথ প্রথমবারের মত টি২০ দলে ডাক পেয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ও ওয়ানডেতে খেললেও এখনো টি২০তে অভিষেক হয়নি স্মিথের। ওয়াল্টার বলেছেন, ‘টেস্ট ও ওয়ানডে ফর্মেটে ন্যাথানের আন্তর্জাতিক ক্যারিয়ার দারুণভাবে শুরু হয়েছে। এখন তাকে টি২০ সিরিজে সুযোগ দেয়া হয়েছে।’
কাফ পেশীর ইনজুরির কারনে ম্যাট হেনরি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতেও এই পেসার মাঠের বাইরে ছিলেন। ওয়াল্টার বলেন, ‘জুলাইয়ে জিম্বাবুয়ের সফরের সময় থেকে ব্ল্যাক ক্যাপসদের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন ম্যাট। সে কারনে তাকে অল্প সময়ের জন বিরতি দেবার এটাই সঠিক সময়। একইসাথে তার কাফ পেশীর পুনবার্সনও প্রয়োজন রয়েছে।’
ইনজুরির কারনে ফিন এ্যালেন (পা), লোকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), এ্যাডাম মিলনে (গোঁড়ালি), গ্লেন ফিলিপস (উরু) এবং বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং) দলে সুযোগ পাননি।
কেন উইলিয়ামসন পরবর্তী যুগে এটাই নিউজিল্যান্ডের প্রথম টি২০ সিরিজ। সাবেক এই অধিনায়ক এই ফর্মেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। ওয়াল্টার উইলিয়ামসনের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘এই ফর্মেটে তার অবদান অনস্বীকার্য। ব্যাটার ও অধিনায়ক হিসেবে সে ছিল অনন্য। ক্যারিয়ারের ৯৩ ম্যাচের ৭৫টিতেই তিনি নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। এসব ম্যাচে তার প্রভাব ও সার্ভিসই সবকিছুর প্রমান।’
ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষনার আগে এটাই ওয়াল্টারের শেষ টি২০ এ্যাসাইনমেন্ট। এরপরপরই ক্যারিবীয়দের বিপক্ষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ড টি২০ দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফৌকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবিন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ন্যাথান স্মিথ ও ইশ সোদি।