শিরোনাম

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭১ ওভারে ৪ উইকেটে ২৬০ রান করেছে চট্টগ্রাম বিভাগ।
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। সাদিকুরের সাথে ৮৯ রানের সূচনা করে ব্যক্তিগত ৩৫ রানে আউট হন মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় উইকেটে মোমিনুল হকের সাথে ১৪৩ রানের জুটি গড়েন সাদিকুর। এই জুটিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় শতকের দেখা পান সাদিকুর। শেষ পর্যন্ত ১৭৪ বল খেলে ৫ ছক্কায় ১২২ রানে থামেন তিনি।
এরপর শাহাদাত হোসেন ২ ও ইয়াসির আলি ৮ রানে আউট হলেও দিন শেষে ৮৪ রানে অপরাজিত থাকেন মোমিনুল হক।
আলোক স্বল্পতায় আগেভাগে শেষ হয় প্রথম দিনের খেলা।
বরিশালের ইয়াসিন আরাফাত-রুয়েল মিয়া ও তানভীর ইসলাম ও শামসুর রহমান ১টি করে উইকেট নেন।