বাসস
  ০১ নভেম্বর ২০২৫, ২০:৩৯

খুলনা-রাজশাহী ম্যাচের প্রথম দিনই বোলারদের দাপট

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বোলারদের দাপটে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের ম্যাচের প্রথম দিন ১৩ উইকেটের পতন হয়েছে।

রাজশাহী বিভাগের বোলারদের নৈপুন্যে প্রথম দিন ১২১ রানে অলআউট হয়েছে খুলনা বিভাগ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ৮৭ রান করেছে রাজশাহী। ৭ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে পিছিয়ে রাজশাহী। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১২১ রানে অলআউট হয় খুলনা। নয় নম্বরে ব্যাট হাতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মৃত্যুঞ্জয় চৌধুরি। 

এছাড়া জিয়াউর রহমান ২১, ইমরানুজ্জামান ১৭ ও অমিত মজুমদার ১৪ রান করেন। 

রাজশাহীর নিহাদুজ্জামান ও এসএম মেহরব ৩টি করে উইকেট নেন। 

নিজেদের ইনিংস শুরু করে খুলনার স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে পড়ে রাজশাহী। মিরাজের ঘূর্ণিতে ৩৮ রানে ৩ উইকেট হারায় তারা। রাজশাহীর পতন হওয়া সবগুলো উইকেটই নেন মিরাজ।  

দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ৫ ও সাব্বির হোসেন ৩৯ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২ রান করে মিরাজের শিকার হন।  

চতুর্থ উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন প্রিতম কুমার ও সাব্বির রহমান। দু’জনই ২০ রান করে অপরাজিত থাকেন। 

৪২ রানে ৩ উইকেট নিয়েছেন মিরাজ।