বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১৯:২১

বোলিং নৈপুণ্যে ভারতের বিপক্ষে সিরিজে লিড নিল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) : বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিড নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে হারিয়েছে ভারতকে।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই পেসার নাথান এলিস ও জশ হ্যাজেলউডের তোপের মুখে পড়ে ভারত। দলীয় ৪৯ রানেই ৫ উইকেট হারায় তারা। শুভমান গিলকে ৫, অধিনায়ক সূর্যকুমার যাদবকে ১, তিলক ভার্মাকে শূন্যতে বিদায় দেন হ্যাজেলউড। ২ রান করে এলিসের শিকার হন সঞ্জু স্যামসন। ৭ রানে রান আউট হন অক্ষর প্যাটেল।

শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন ওপেনার অভিষেক শর্মা ও হার্ষিত রানা। ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ৫৬ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক।

৩টি চার ও ১টি ছক্কা রানা ৩৩ বলে ৩৫ রানে থামলেও ১৯ ওভার পর্যন্ত ব্যাট করেছেন অভিষেক। এলিসের দ্বিতীয় শিকার হবার আগে ৮টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৬৮ রান করেন অভিষেক।

নবম ব্যাটার হিসেবে অভিষেক ফেরার পর ১৮ দশমিক ৪ ওভারে ১২৫ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৩টি, জেভিয়ার বার্টলেট ও এলিস ২টি করে উইকেট নেন।

জবাবে ২৭ বলে ৫১ রানের সূচনা পায় অস্ট্রেলিয়া। ১৫ বলে ২৮ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ট্রাভিস হেড। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ২৬ বলে ৪৬ রানে থামেন অধিনায়ক মিচেল মার্শ। ২টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

এরপর মিডল অর্ডারে দ্রুত চার উইকেট পড়লেও জয় পেতে অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। জশ ইংলিশের ২০, মিচেল ওয়েনের ১৪ এবং মার্কাস স্টয়নিসের অপরাজিত ৬ রানে জয়ের স্বাদ পায় অসিরা।

ভারতের জসপ্রিত বুমরাহ-বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন হ্যাজেলউড।

আগামী ২ নভেম্বর হোবার্টে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।