শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস) : প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে আগামীকাল দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। অন্যদিকে, সিরিজ টিকে থাকতে জয়ের বিকল্প নেই স্বাগতিক পাকিস্তানের।
লাহোরে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫৫ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার রেজা হেনড্রিক্সের ৪০ বলে ৬০, টনি ডি জর্জির ১৬ বলে ৩৩ এবং শেষ দিকে জিওর্জি লিন্ডের ২২ বলে ৩৬ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৮.১ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে ওপেনার সাইম আইয়ুব সর্বোচ্চ ৩৭ ও মোহাম্মদ নাওয়াজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন।
বোলিংয়ে দক্ষিণ আফ্রিকান পেসার কর্বিন বশ ১৪ রানে ৪টি ও লিন্ডে ৩১ রানে ৩ উইকেট নেন।
ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সে ম্যাচ সেরা হন লিন্ডে। দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে চান তিনি, ‘প্রথম ম্যাচের পারফরমেন্স অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা। তবে পাকিস্তান ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেবে। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।’
সিরিজে সমতা আনতে মরিয়া পাকিস্তান। দলের ওপেনার সাইম আইয়ুব বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই। সিরিজে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না আমরা। দলের সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’
টি-টোয়েন্টিতে ২৫ বারের মুখোমুখিতে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ১৩ ম্যাচে এবং পাকিস্তান ১২ ম্যাচে জিতেছে।
পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।
দক্ষিণ আফ্রিকা দল : ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ম্যাথু ব্রিটস্কি, টনি ডি জর্জি, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস, ওটনিল বার্টম্যান।