বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৭:০৮
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৭:১৩

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা শনিবার

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস) : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা আগামী শনিবার মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হবে।

এবারের প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু অংশগ্রহণ করবে। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২ জন, কুষ্টিয়া সাগরখালি সুইমিং ক্লাবের ১ জন, কিশোরগঞ্জ নিকলী সুইমিং ক্লাবের ২ জন, বগুড়া সুইমিং সেন্টারের ১ জন, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ২ জন, মিয়া ভাই সুইমিং ক্লাবের ৪ জন ও বেঙ্গল ডলফিন্সের সর্বোচ্চ ৯ জন সাঁতারু অংশ নিচ্ছেন। 

মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন, নৌবাহিনীর ২ জন, কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব, গড়াই সুইমিং ক্লাব, সাগরখালি সুইমিং ক্লাব ও লালনশাহ সুইমিং ক্লাবের ১ জন করে, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ২ জন ও বেঙ্গল ডলফিন্সের ২ জন সাঁতারু অংশ নিচ্ছেন। 

সকাল ৯:০০টায় পুরুষ বিভাগের প্রতিযোগিতা নারায়ণগঞ্জ জেলার (শীতলক্ষ্যা নদী) বক্তাবলী বাজার থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে (ধলেশ্বরী নদী) এসে শেষ হবে এবং

মহিলাদের সিপাহী পাড়া (শীতলক্ষ্যা নদী) হতে শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে (ধলেশ্বরী নদী) এসে শেষ হবে। 

পুরুষ সাঁতারুদের ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুদের ৭ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হবে।

মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে প্রথম স্থান অর্জনকারী সাঁতারুকে ২০ হাজার, ২য় স্থান ১৫ হাজার, ৩য় স্থান ১০ হাজার, ৪র্থ স্থান ৭ হাজার ও ৫ম স্থান অর্জনকারীকে

৫ হাজা টাকার আর্থিক পুরস্কার দেয়া হবে। এছাড়া সফলভাবে প্রতিযোগিতা শেষ করা প্রত্যেক সাঁতারুকে ৩ হাজার টাকা হারে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।