বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ২০:৩১

হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠেয় হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টের জন্য আজ ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৪ সালের আসরে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু কখনো শিরোপা জিততে পারেনি। ঐ আসরের পারফরমেন্স আত্মবিশ্বাসী করবে বাংলাদেশকে। তাই এবার বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়।

আসন্ন হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলী। 

দলে ফিরেছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার জিশান আলম ও মোহাম্মদ সাইফুদ্দিন। গত আসরে চার ম্যাচে জিশান ৭৬ গড়ে ১৫২ রান ও ৬ উইকেট এবং সাইফুদ্দিন ৩ উইকেট শিকার করেন। 

দলে আরও আছেন তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৮০ ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকত। 

এছাড়াও আছেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস-বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ।