শিরোনাম

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : দশ মাস পর টি-টোয়েন্টি ক্রিকেট ফিরে ২ বল খেলে রানের খাতাই খুলতে পারলেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তার প্রত্যাবর্তন ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৫ রানে হেরেছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।
গতরাতে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্পটলাইটে ছিলেন বাবর। দীর্ঘ দিন পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার পাশাপাশি এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হবার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। ভারতের রোহিত শর্মাকে (৪২৩১ রান) ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়তে ৯ রান দরকার ছিল বাবরের (৪২২৩ রান)। এমন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।
টপ অর্ডারে রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক এবং টনি ডি জর্জির ছোট-ছোট ইনিংসের সুবাদে নবম ওভারেই ১শ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ১৩ বলে ২৩ এবং টনি ডি জর্জি ১৬ বলে ৩৩ রানে থামলেও হেনড্রিকস ৩৩ বলে ১৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান। তার অর্ধশতকেই বড় সংগ্রহের পথ পায় দক্ষিণ আফ্রিকা।
১৮তম ওভারে দলীয় ১৭৮ রানে পাকিস্তান স্পিনার আবরার আহমেদের বলে বোল্ড হন হেনড্রিক্স। ৫ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৬০ রান করেন তিনি।
শেষ দিকে জিওর্জি লিন্ডের ২২ বলে ৩৬ রানে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান লিন্ডে।
বল হাতে ২৬ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফল বোলার স্পিনার মোহাম্মদ নাওয়াজ।
১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ২৪, বাবর ২ বলে শূন্য ও অধিনায়ক সালমান আঘা ২ রানে আউট হন। ফলে এ ম্যাচে রোহিতকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড দখলে নেওয়া হল না বাবরের।
চতুর্থ উইকেটে ২১ বলে ৩৯ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান ওপেনার সাইফ আইয়ুব ও উসমান খান। দলীয় ৮২ রানে চতুর্থ ব্যাটার হিসেবে লিন্ডের বলে সাইমের আউটের পর ব্যাটিং ধস নামে পাকিস্তানের। এতে ১০৯ রানে অষ্টম উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে তারা।
শেষ দিকে ৪টি চার ও ২টি ছক্কায় মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৩৬ রানের কল্যাণে হারের ব্যবধান কমায় পাকিস্তান। ১৮.১ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন সাইম। তার ২৮ বলের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা ছিল।
দীর্ঘ দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হল রাওয়ালপিন্ডিতে। প্রথম দল হিসেবে এই ভেন্যুতে আগে ব্যাট করে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়ল দক্ষিণ আফ্রিকা।
বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশ ১৪ রানে ৪টি ও লিন্ডে ৩১ রানে ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন লিন্ডে।
আগামী ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।