বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৭

বোলারদের নৈপুন্যে বড় জয়ে শুরু চট্টগ্রামের

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : দ্বিতীয় ইনিংসে বোলারদের নৈপুন্যে বড় জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর শুরু করল চট্টগ্রাম বিভাগ। প্রথম রাউন্ডে ম্যাচের চতুর্থ দিন আজ চট্টগ্রাম ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী বিভাগকে। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচ জিততে তৃতীয় দিন ৪৮৩ রানের লক্ষ্য পেয়েছিল রাজশাহী। দিন শেষে ৪ উইকেটে ২১৯ রান করেছিল তারা। ফলে ম্যাচের চতুর্থ ও শেষ দিন রাজশাহীর দরকার পড়ে ২৬৪ রান। অন্যদিকে চট্টগ্রামের প্রয়োজন পড়ে ৬ উইকেট।

চতুর্থ ও শেষ দিন প্রথম ব্যাটার হিসেবে আউট হন আগের দিন ৫৪ রান করা এসএম মেহরব। ৬ চার ও ২ ছক্কায় ৬০ রান করে থামেন তিনি। 

১২৯ রানে চতুর্থ উইকেট পতনের পর প্রিতম কুমারের সাথে ১০৮ রানের জুটি গড়েন মেহেরব। 

৫৬ রান নিয়ে দিন শুরু করে সেঞ্চুরির পথে ছিলেন প্রিতম। কিন্তু স্পিনার নাইম হাসানের বলে লেগ বিফোর হয়ে ৮৩ রানে থামেন তিনি। ১৪৩ বল খেলে ৮টি চার ও ২টি ছক্কা মারেন প্রিতম। 

২৭০ রানের ষষ্ঠ ব্যাটার হিসেবে প্রিতম আউট হবার পর হারের মুখে ছিটকে পড়ে রাজশাহী। তবে টেল-এন্ডারদের নিয়ে লড়াই করার চেষ্টা করেন শাকির হোসেন। সপ্তম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ৫৭ রানের জুটিতে দলের রান ৩শ পার করেন শাকির। 

দলীয় ৩৫১ রানে শাকির বিদায় নিলে জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় রাজশাহীর। শেষ  পর্যন্ত ৩৭০ রানে গুটিয়ে যায় তারা।

শাকির ৫২ ও তাইজুল ৩০ রান করেন। হাসান মুরাদ ৩টি, আহমেদ শরীফ ও নাইম হাসান ২টি করে এবং ফাহাদ হোসেন ও মাহমুদুল হাসান জয় ১টি করে উইকেট নেন। 

প্রথম ইনিংসে ১২৯ ও দ্বিতীয় ইনিংসে ৯২ রান করে ম্যাচ সেরা হন চট্টগ্রামের ইয়াসির আলি। 

এই জয়ে পূর্ণ ৮ পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম। প্রথম রাউন্ডে চট্টগ্রামের মত পূর্ণ ৮ পয়েন্ট পেয়েছে খুলনা বিভাগ। গতকাল বরিশাল বিভাগকে ৭ উইকেটে হারায় খুলনা।