বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৫

জিশানের আক্ষেপের ম্যাচে রংপুরের সাথে ড্র করল ঢাকা

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : মাত্র ৩ রানের জন্য জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেলেন না ঢাকা বিভাগের মিডল অর্ডার ব্যাটার জিশান আলম। তার আক্ষেপের ম্যাচে রংপুর বিভাগের সাথে ড্র করল ঢাকা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে রংপুর বিভাগের বিপক্ষে ৮ উইকেট হাতে নিয়ে ৭৫ রানে এগিয়ে ছিল ঢাকা বিভাগ। ১৩৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ২১২ রান করেছিল ঢাকা। 

প্রথম ইনিংসে ঢাকার ২২১ রানের জবাবে ৩৫৮ রান করে রংপুর। 

চতুর্থ ও শেষ দিন ৮০ রান নিয়ে খেলতে নেমে ৯৭ রানে আউট হন জিশান। রংপুরে স্পিনার তানবীর হায়দারের শিকার হবার আগে ১৫৮ বল খেলে ১৪টি চার মারেন তিনি। 

দলীয় ২৫২ রানে চতুর্থ ব্যাটার হিসেবে জিশান আউট হবার পর লোয়ার অর্ডারে রিপন মন্ডল ও আনামুল হকের ৪৯ রানের জুটিতে ৩শ রান পার হয় ঢাকা বিভাগের। শেষ পর্যন্ত ৩৩৩ রানে গুটিয়ে যায় তারা। এতে ১৯৭ রানের টার্গেট পায় রংপুর। 

রিপন ৪২ ও আনামুল ১৫ রান করেন। তানবীর ৪ উইকেট নেন। 

১৯৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ১১৫ রান করে ম্যাচ ড্র করে রংপুর। দলের হয়ে আলাউদ্দিন বাবু ৩৮ ও আব্দুল্লাহ আল মামুন ২৫ রান করেন। 

ঢাকার হয়ে দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেন রিপন ও তাইবুর রহমান। ম্যাচে ৪ উইকেট ও ২৮ রান করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রংপুরের আবু হাশিম। 

এই ড্র’তে সমান ২ পয়েন্ট পেয়েছে ঢাকা ও রংপুর।