বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৯:১১

বরিশালকে হারিয়ে এনসিএল শুরু খুলনার

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে শুভ সূচনা করল খুলনা বিভাগ। আসরের প্রথম রাউন্ডের তৃতীয় দিন খুলনা ৭ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে। এই জয়ে প্রথম রাউন্ড থেকে ৮ পয়েন্ট পেল খুলনা।

খুলনার স্পিনার আফিফ হোসেন ধ্রুবর হ্যাটট্রিকে দ্বিতীয় দিন শেষে চাপে পড়েছিল বরিশাল বিভাগ।

শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১১৯ রান করেছিল বরিশাল। ৬ উইকেট হাতে নিয়ে ৬৮ রানে পিছিয়ে ছিল বরিশাল।


তৃতীয় দিন বাকী ৬ উইকেটে ১০৫ রান যোগ করে ২২৪ রানে অলআউট হয় বরিশাল। এতে জয়ের জন্য ৩৮ রানের টার্গেট পায় খুলনা।

২৪ রান নিয়ে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন শামসুর রহমান। এছাড়া তাসামুল হকস ১৯, মইন খান ১৪, লোয়ার অর্ডারে শামসুল ইসলাম ২৩ ও ইয়াসিন আরাফাত ১৩ রান করেন। 

খুলনার হয়ে ২টি করে উইকেট নেন আব্দুল হালিম, নাহিদুল ইসলাম, আফিফ ও ইয়াসিন মুনতাসির।  

৩৮ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ১ রানে প্রথম ও ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় খুলনা। এনামুল হক ১, সৌম্য সরকার ১০ ও ইমরানুজ্জামান গোল্ডেন ডাক মারেন।

অমিত মজুমদার ২২ ও ইয়াসিন মুনতাসির ৪ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন আফিফ।

প্রথম ইনিংসে খুলনার ৩১৩ রানের জবাবে ১২৬ রানে অলআউট হয় বরিশাল।