বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৭:২২

প্রথম টেস্টে নেই কামিন্স; অধিনায়ক স্মিথ

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সাবেক দলনেতা স্টিভেন স্মিথ।

গত জুলাই থেকে পিঠের ইনজুরিতে ভুগছেন কামিন্স। ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত জানা গেছে প্রথম টেস্টের আগে ম্যাচ খেলার মত ফিট হতে পারবেন না কামিন্স।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা সময়ের সাথে পারলাম না। আগেই বলেছিলাম কামিন্সকে সম্পূর্ণভাবে প্রস্তুত হতে চার সপ্তাহের মত সময় লাগবে। কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে। আমরা আশাবাদী দ্বিতীয় টেস্টের দলে ফিরবে কামিন্স।’

৪ ডিসেম্বর থেকে ব্রিজবেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

চলতি সপ্তাহেই বল হাতে অনুশীলনে ফেরার কথা রয়েছে কামিন্সের। ম্যাকডোনাল্ড বলেন, ‘ইতোমধ্যে দৌড়ানো শুরু করেছেন কামিন্স। এ সপ্তাহেই বোলিং করতে পারেন তিনি। তার ইনজুরির ধরন এমন যে, কামিন্সের ফেরার ব্যাপারে নির্দিষ্ট সময় বলা যায় না। এজন্য তার ফেরার বিষয়ে মেডিকেল টিমের ওপর কোন চাপ দেওয়া ঠিক হবে না।’

কামিন্সের অনুপস্থিতিতে একাদশে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পেসার স্কট বোল্যান্ড। ১৪ টেস্টে ১৬.৫৩ গড়ে ৬২ উইকেট শিকার করেছে তিনি।

২০১৮ সালের বল-টেম্পারিং কেলেঙ্কারির পর অধিনায়কত্ব হারান স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পান তিনি। এবার ব্যতিক্রম হয়নি। স্মিথের নেতৃত্বেই অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। এর আগেও ছয়বার কামিন্সের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করেছেন স্মিথ।