শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিডল অর্ডার ব্যাটার নাইম ইসলামের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে ৮৭ রানে এগিয়ে রংপুর বিভাগ।
প্রথম ইনিংসে ঢাকার ২২১ রানের জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৬৫ রান করেছিল রংপুর। ৮ উইকেট হাতে নিয়ে ১৫৬ রানে পিছিয়ে ছিল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় দিন নাইমের দুর্দান্ত সেঞ্চুরিতে লিড নেয় রংপুর। প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৪তম সেঞ্চুরির দেখা পান নাইম।
শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত আছেন নাইম। তার ২২১ বলের ইনিংসে ১৬টি চার ছিল।
১৪৬ রানে পঞ্চম উইকেট পতনের পর তানভীর হায়দারের সাথে ৮৮ রানের জুটি গড়ে রংপুরকে লিড এনে দেন নাইম। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন তানভীর।
এছাড়া রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন ৩৭, আবু হাসিম ২৮ ও আলাউদ্দিন বাবু ২১ রান করেন।
৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এছাড়া সালাউদ্দিন শাকিল ও তাইবুর রহমান ২টি করে উইকেট নেন।