শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রথম দিন মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলামের পর জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিন সিলেট বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ময়মনসিংহ বিভাগের আবু হায়দার রনি। দুই ব্যাটারের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪০১ রান করে ময়মনসিংহ।
জবাবে বাঁ-হাতি স্পিনার রাকিবুল ইসলামের ঘূর্ণিতে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৯৮ রান করেছে সিলেট। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ২০৩ রানে পিছিয়ে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৬৮ রান করেছিল ময়মনসিংহ বিভাগ। আরিফুল ১০১ রানের লড়াকু ইনিংস খেলেন। দিন শেষে ১৬ রানে অপরাজিত ছিলেন রনি।
আজ প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন রনি। অষ্টম উইকেটে শহিদুল ইসলামের সাথে ৭৬ রান যোগ করেন রনি। শহিদুল ৩৩ রানে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রনি। ১০টি চার ও ৬টি ছক্কায় ১০৫ বলে অপরাজিত ১০৭ রান করেন রনি।
সিলেটের হয়ে খালেদ আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব ৩টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৭৩ রানের সূচনা করে সিলেট বিভাগ। অধিনায়ক জাকির হাসানকে ৩৮ রানে আউট করেন স্পিনার রাকিবুল। আরেক ওপেনার সৈকত আলি ৫৩ রানে আহত অবসর নেন।
দ্বিতীয় উইকেটে ৬৭ রান আসায় ১ উইকেটে ১৪০ রানে পৌঁছে যায় সিলেট। এরপর রাকিবুলের ঘূর্ণিতে পড়ে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষে চাপে পড়ে সিলেট।
মিজানুর রহমান সায়েম ২৬, অমিত হাসান ২৩, মুশফিকুর রহিম ২০ ও আসাদুল্লাহ আল গালিব ৮ রান করে রাকিবুলের শিকার হন।
তোফায়েল আহমেদ ১১ ও রেজাউর রহমান রাজা ১৪ রানে অপরাজিত আছেন।
৬৮ রানে ৫ উইকেট নেন রাকিবুল। প্রথম শ্রেনির ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি।