বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৬
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ২০:০৯

হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৩৩৮ রানে এগিয়ে চট্টগ্রাম

ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩৩৮ রানে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। হাতে রয়েছে ৬ উইকেট।

প্রথম ইনিংসে চট্টগ্রামের ৪০১ রানের জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১ রান করেছিল রাজশাহী। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিন চট্টগ্রামের হাসানের দারুণ বোলিংয়ে ১৯৬ রানে অলআউট হয় রাজশাহী। আগের দিন দুই উইকেট শিকার করা হাসান আজ আরও ৪ উইকেট শিকা করেন। ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৩৯ রানে ৬ উইকেট নেন তিনি। প্রথমে শ্রেনির ক্রিকেটে এই নিয়ে ১৪তমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন হাসান। 

রাজশাহীর হয়ে অধিনায়ক সাব্বির হোসেন ৫৭ ও সাব্বির রহমান রোমান ৫৪ রান করেন। লোয়ার অর্ডারে ৪১ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ২০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৩৩ রান করেছে চট্টগ্রাম। 

৫ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৫১ রান করে আউট হন প্রথম ইনিংসে ১২৭ রান করা ওপেনার মাহমুদুল হাসান জয়। ইয়াসির আলি ২৬ ও ইরফান শুক্কুর ১৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ১২৯ রান করেছিলেন ইয়াসির। 

রাজশাহীর হয়ে ৩ উইকেট নেন শফিকুল ইসলাম।