বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ১৮:১২

উইলিয়ামসনের প্রত্যাবর্তন সিরিজে ১২ বছরের খরা কাটানোর মিশন নিউজিল্যান্ডের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তার প্রত্যাবর্তন সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ১২ বছরের খড়া কাটানোর লক্ষ্য নিউজিল্যান্ডের। ২০১৩ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি কিউইরা। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।  

সর্বশেষ ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল কিউইরা। 

এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনবার সিরিজ খেলে একটিও জিততে পারেনি নিউজিল্যান্ড। ২০১৫, ২০১৮ ও ২০২৩ সালে ওয়ানডে সিরিজ হারে তারা। পাঁচ ম্যাচের দুই সিরিজ ৩-২ ব্যবধানে এবং চার ম্যাচের সর্বশেষ সিরিজ ৩-১ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। 

১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে সিরিজ জয়। দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজ জিততে পারিনি। এবার সিরিজ জিততে না পারার বৃত্ত ভাঙতে চাই।’

এই সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর নিউজিল্যান্ড দলে ফিরছেন উইলিয়ামসন। দেশের হয়ে সর্বশেষ গেল মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে খেলেছেন তিনি।

এরপর তিন ফরম্যাটের একটিতেও নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামেননি উইলিয়ামসন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘নিজেদের সেরা ক্রিকেট খেলার জন্যই আমরা মাঠে নামব। কারণ সিরিজ জয়ই মূল লক্ষ্য দলের। তবে জয় দিয়ে সিরিজ শুরু করা খুবই গুরুত্বপূর্ণ।’

ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। বৃষ্টির কারণে দুই ম্যাচ পরিত্যক্ত হয়। 

এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৬ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। এরমধ্যে কিউইদের জয় ৪৪টিতে এবং ইংল্যান্ডের জয় ৪৫ ম্যাচে। ৩ ম্যাচ টাই ও ৪ ম্যাচ পরিত্যক্ত হয়। 

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জশ বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, জো রুট, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রাশিদ, জেমি স্মিথ, জোফরা আর্চার ও লুক উড।