শিরোনাম

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। এছাড়া টি-টোয়েন্টির পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না পেসার জেরাল্ড কোয়েৎজি।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক আইডেন মার্করামকে। তার অনুপস্থিতিতে সংক্ষিপ্ত ভার্সনে দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মিলার। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি ছিটকে যাওয়ায় তার পরিবর্তে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডনোভান ফেরেইরা।
মিলারের মতো ইনজুরির কারণেই পাকিস্তানের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাট থেকে ছিটকে পড়েছেন কোয়েৎজি। পেশির ইনজুরিতে ভুগছেন তিনি।
এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মিলার। পেশির ইনজুরির জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে খেলতে পারবেন না কোয়েৎজি। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তারা।
মিলার ও কোয়েৎজির জায়গায় দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টনি ডি জর্জি ও ব্রিটস্কি। কোয়েৎজির পরিবর্তে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ওটনিল বার্টম্যান। আগে থেকেই টি-টোয়েন্টি দলে আছেন বার্টম্যান।
রাওয়ালপিন্ডিতে আগামী ২৮ অক্টোবর থেকে টি-টোয়েন্টি এবং ফয়সালাবাদে ৪ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল : ডনোভান ফেরেইরা (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ম্যাথু ব্রিটস্কি, টনি ডি জর্জি, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস, ওটনিল বার্টম্যান।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : ম্যাথু ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়র্ন ফরটান, জর্জ লিন্ডা, লিজাড উইলিয়ামস, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি-প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ওটনিল বার্টম্যান।