বাসস
  ২৪ অক্টোবর ২০২৫, ১৯:৩৫
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

রাজশাহীতে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট শুরু

ছবি : বাসস

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ (বাসস) : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনেস্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৬ (বালক-বালিকা) দুই দিনব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্ট। 

রাজশাহী প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত আজ এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। 

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মেহেদী হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

টুর্নামেন্টে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন বালক-বালিকা অংশগ্রহণ নিচ্ছে।