বাসস
  ২৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : হাতের কবজির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। 

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের শেষ তিন ম্যাচের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর আগে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছিল। প্রথম দুই ম্যাচের দলে না থাকলেও, সিরিজের শেষ তিন ম্যাচের দলে রাখা হয়েছে ম্যাক্সিকে। 

চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেটে অনুশীলনের সময়ে কবজিতে চোট পান ম্যাক্সওয়েল। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের পাশাপাশি শেষ তিন ম্যাচের জন্য দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেসার মাহলি বিয়ার্ডম্যান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই ২০ বছর বয়সি পেসার। 

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন জশ ফিলিপ। 

আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট (প্রথম তিন ম্যাচ), জ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশিষ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজেলউড (প্রথম দুই ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ তিন ম্যাচ), ট্রাভিস হেড, জশ ফিলিপ (উইকেটরক্ষক), মাহলি বিয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও এডাম জ্যাম্পা।