শিরোনাম

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। তাদের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্পিনার খারি পিয়েরকে দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
এতে বাংলাদেশের বিপক্ষে ১৫ জনের বদলে ১৪ সদস্যের স্কোয়াড নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
পিয়েরে যুক্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে বাঁ-হাতি স্পিনারের সংখ্যা গিয়ে দাঁড়াল তিন-এ। অন্য দু’জন হলেন- আকিল হোসেন ও গুদাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে গতকাল শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলেছেন এই তিন স্পিনার।
ওয়ানডে সিরিজে তিন ম্যাচই খেলেছেন পিয়েরে। বল হাতে সুবিধা করতে পারেননি তিনি। তিন ম্যাচে ১০৮ রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেছেন এই স্পিনার।
২০১৮ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় পিয়েরের। এরপর দেশের হয়ে এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টি খেলে ৭ উইকেট শিকার করেছেন তিনি।
আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ দুই ম্যাচ একই ভেন্যুতে হবে যথাক্রমে- ২৯ ও ৩১ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খারি পিয়ের, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।