বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৯

আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : সিরিজের একমাত্র টেস্টে গতরাতে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট এবং ২৪ বছর পর ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতল জিম্বাবুয়ে। আগের চার লড়াইয়ের মধ্যে আফগানদের কাছে ২টিতে হার, ১টি করে জয় ও ড্র করেছিল আফ্রিকার দেশটি। এছাড়া টানা ৬ টেস্ট হারের পর জয়ের দেখা পেল জিম্বাবুয়ে।  

হারারেতে দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩৪ রান করেছিল আফগানিস্তান।

তৃতীয় দিন জিম্বাবুয়ের তিন পেসারের তোপে ১৫৯ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৫ রান নিয়ে খেলতে নেমে ৪২ রানে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। এছাড়া বাহির শাহ ৩২, আফসার জাজাই ১৮ ও ইসমাত আলম ১৬ রান করেন।

জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ৩৭ রানে ৫ উইকেট নেন। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটিই সেরা বোলিং এনগারাভার। এছাড়া ব্লেসিং মুজারাবানি ৩টি ও তানাকা চিভাঙ্গা ২ উইকেট নেন।

প্রথম ইনিংসে আফগানিস্তান ১২৭ ও জিম্বাবুয়ে ৩৫৯ রান করেছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১২১ রান করায় ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের বেন কারান।