বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৭:০৪

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে

ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ (বাসস) : পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে রোনাল্ডো জুনিয়র। 

পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো সৌদি পেশাদার ক্লাব আল নাসরর খেলোয়াড়। সেই ক্লাবের জুনিয়র দলে আছেন ১৫ বছর বয়সী রোনাল্ডো জুনিয়র। তুরষ্কে অনুষ্ঠিতব্য ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে ২২ সদস্যের পর্তূগাল দলে জায়গা করে নিয়েছেন তিনি। 

আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য যুব টুর্নামেন্টে স্বাগতিক তুরষ্ক, ওয়েলস ও ইংল্যান্ডের সাথে খেলবে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। 

গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়ালে ডাক পেয়েছিলেন রোনাল্ডো জুনিয়র। বাবার সাথে খেলতে খেলতে নিজেকে পরিনত করে তুলেছেন, যার পুরস্কার হিসেবে প্রথমবারের মত ছোটদের জাতীয় দলে ডাক পেলেন তিনি। 

এর আগে বাবার সাবেক ক্লাব জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলের সাথেও অনুশীলন করেছেন রোনাল্ডো জুনিয়র। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি পেশাদার ক্লাবে যোগ দেন। 

২০০১ সালে রোনাল্ডোর পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে অভিষেক হয়েছিল। এরপর সিনিয়র দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪৩ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডো বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।