শিরোনাম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বায়ার্ন মিউনিখের সাথে আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন কোচ ভিনসেন্ট কোম্পানি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত কোম্পানি বায়ার্নেই থাকছেন। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৪ সালের গ্রীষ্মে নিয়োগ পাবার সময় কোম্পানি বায়ার্নের প্রথম পছন্দের কোচ ছিলেন না। কিন্তু এই বেলজিয়ানের অধীনে বেভারিয়ান্সরা প্রথম মৌসুমেই জার্মান শিরোপা পুন:দখল করে।
ম্যানচেস্টার সিটির সাবেক এই অধিনায়ক এক বিবৃতিতে বলেছেন, ‘এখন মনে হচ্ছে আমি আরো দীর্ঘদিন এখানে থাকবো। এর ফলে ক্লাবটিকে আরো ভালভাবে জানার সুযোগ হবে। এটা আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। আমরা মৌসুমটা দারুনভাবে শুরু করেছি। আরো কঠোর পরিশ্রম করতে হবে এবং আরো সাফল্য বয়ে নিয়ে আসতে হবে।’
৩৯ বছর বয়সী কোম্পানির অধীনে এবারের মৌসুমে বায়ার্ন ১১ম্যাচের ১১টিতেই জয়লাভর করেছে। চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেসলিগা টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন।
বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রিসেন বলেছেন, ‘ভিনসেন্ট কোম্পানি বায়ার্নে আবারো উদ্দীপনা ফিরিয়েছেন। তার অনুপ্রেরণায় দল নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। তার নেতৃত্বে বায়ার্ন আগের থেকে আরো বেশী আক্রমনাত্মক ও আকর্ষনীয় ফুটবল খেলছে। আমি ভিনসেন্টের কাজ দারুন পছন্দ করি। সে কখনই নিজেকে লাইমলাইটে নিয়ে আসেনি। বরং নিভৃতে কাজ করে গেছে।’
২০২৪ সালে বার্নলি থেকে কোম্পানিকে ছাড়িয়ে আনতে রিলিজ ক্লজ বাবদ বায়ার্ন ১০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল। কোম্পানির অধীনে বার্নলি প্রিমিয়ার লিগে উন্নীত হয়। কিন্তু মাত্র এক মৌসুম পরেই আবারো রেলিগেটেড হয়ে যায়।