শিরোনাম
কুমিল্লা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কুমিল্লার মোফাজ্জল মাহিন চৌধুরী।
আগামী ১ ও ২ নভেম্বর লন্ডনের রিচমন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের সাত শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে সোমবার বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দ্য রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী বলেন, লন্ডনের রিচমন্ডে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে আমি অংশ নিচ্ছি। এই প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেবার জন্য সংশ্লিষ্ঠদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় এর আগেও ভারতের এশিয়ান চ্যাম্পিয়নশিপসহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মাহিন। এ পর্যন্ত ১২টি আন্তর্জাতিক স্বর্ণ পদকসহ দেশের জাতীয় ও আন্ত:জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পদক জয় করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ক্যারিয়ারের অনন্য এক অর্জন বলে মাহিন স্বীকার করেছেন।