শিরোনাম
ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য ২০৩ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয়।
ভারতের নেভি মুম্বাইয়ে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে উইকেট উপহার দেন পেসার মারুফা আকতার। রিভিউ নিয়ে শ্রীলংকার ওপেনার ভিসমি গুনারত্নকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মারুফা।
এরপর ৭২ রানের জুটিতে শ্রীলংকাকে চাপুমক্ত করেন অধিনায়ক ও ওপেনার চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করা আতাপাত্তুকে লেগ বিফোর ফাঁদে ফেলে জুটি ভাঙেন স্পিনার রাবেয়া খান।
আতাপাত্তুকে ফিরিয়ে দ্রুত আরও ২ উইকেটের দেখা পায় বাংলাদেশ। হার্সিতা সামারাবিক্রমা ৪ রানে রান আউট এবং কাভিশা দিলহারি ৪ রানে স্পিনার নাহিদা আকতারের শিকার হন। এতে ১শ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা।
পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটিতে শ্রীলংকাকে বড় পুঁজির স্বপ্ন দেখান পেরেরা ও নিলাকশিকা সিলভা। কিন্তু পেরেরা ও সিলভাকে শিকার করে লংকানদের বড় সংগ্রহের আশা ধুলিসাৎ করে দেন বাংলাদেশের লেগ স্পিনার স্বর্ণা আকতার। এতে ২৮ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট পতনে ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় শ্রীলংকা।
শ্রীলংকার পতন হওয়া শেষ ৬ উইকেটের ৩টিই নিয়েছেন স্বর্ণা। এজন্য ১০ ওভারে ২৭ রান খরচ করেছেন তিনি। এছাড়া রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ও নিশি ১টি করে উইকেট নেন।