শিরোনাম
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ (বাসস) : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি। আর এর মাধ্যমে ২০২৫ এমএলএস গোল্ডেন বুট এ্যাওয়ার্ডও জয় করে নিয়েছেন আর্জেন্টাইনার এই সুপারস্টার। এনিয়ে মেজর লিগ সকারে তিনি দ্বিতীয় হ্যাটট্রিক করলেন।
শনিবার মেসির হ্যাটট্রিক ও এক এ্যাসিস্টে মিয়ামি ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে। নিয়মিত মৌসুমের ২৮ ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ২৯ গোল করে প্রথমবারের মত এমএলএস’এ শীর্ষ গোলদাতা হয়েছেন।
এই তালিকায় তার নিকটবর্তী চ্যালেঞ্জার ছিলেন এলএএফসি’র ডিনেস বওয়ানগা ও ন্যাশভিলের স্যাম সারিজ। এই দুজনেই ২৪টি করে গোল করেছেন।
এমএলএম’এ মেসির ২৯ গোলের থেকে অতীতে আর মাত্র তিনজন খেলোয়াড় বেশী গোল করেছেন। তারা হলেন, কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জøাটান ইব্রাহিমোভিচ (৩০)।
আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি এবারের লিগে সর্বোচ্চ ১৯টি এ্যাসিস্ট করেছেন। নিয়মিত মৌসুমে এই তালিকায় ৪৯টি এ্যাসিস্ট করে শীর্ষে রয়েছেন ভেলা।
মেসির নৈপুন্যে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে। এর মাধ্যমে প্লে—অফে খেলাও নিশ্চিত হয়েছে মিয়ামির। ২০২৫ এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে মিয়ামি আবারো ন্যাশভিলের মুখোমুখি হবে।
ইন্টার মিয়ামি কোচ জেভিয়ার মাশেরানো বলেছেন, ২০২৫ সালে এমএলএস মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিততে মেসি মাঠে যথেষ্ঠ দিয়েছেন। এর মাধ্যমে প্রথম কোন খেলোয়াড় হিসেবে টানা দুই বছর মেসি এই এ্যাওয়ার্ড জিতলেন।
গত বছর ২০ গোল ও ১৬ এ্যাসিস্টে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের এ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি।