শিরোনাম
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত পাঁচ উইকেট নিলেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান রিশাদ।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসে ৯২ রানে পতন হওয়া প্রথম ৫ উইকেটই শিকার করেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিংকে ৪৪, অ্যালিক আথানাজেকে ২৭, কেসি কার্টিকে ৯, শেরফানে রাদারফোর্ডকে শূন্য এবং চেজকে ৬ রানে শিকার করেন তিনি। এতে ক্যারিয়ারের প্রথমবারের মত ইনিংসে ফাইফারের দেখা পান রিশাদ।
২০২৩ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিশাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ। কিন্তু কোন ম্যাচেই ৩এর বেশি উইকেট শিকার করতে পারেননি তিনি।
ওয়ানডেতে ৩৭ রানে ২ এবং টি-টোয়েন্টিতে ১৮ রানে ৩ উইকেট রিশাদের ক্যারিয়ার সেরা বোলিং ছিল।
এছাড়া বাংলাদেশের প্রথম ডান হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট শিকার করলেন রিশাদ। এর আগে বাংলাদেশের ডান-হাতি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগার ছিল রাজিন সালেহের।
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪.৩ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন রাজিন।