শিরোনাম
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস) : পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলার তিন ক্রিকেটারসহ আটজন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। এজন্য আগামী মাসে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে না বলে জানিয়েছে এসিবি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘পাকতিকার আরগুন জেলায় ক্রিকেট ম্যাচে খেলা শেষে ফেরার সময় পাকিস্তানের হামলায় আটজন নিহত হয়েছে। যাদের মধ্যে ক্রিকেটার কাবির, সিবগতুল্লাহ ও হারুন ছিলেন। ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এসিবি।’
ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার কথা জানিয়ে এসিবি আরও বলেছে, ‘পাকিস্তানের এমন হামলার ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে শ্রীলংকা ও আফগানিস্তানকে নিয়ে টি২০ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।