বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৩২
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২০:২৯

৪৩তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ সোমবার শুরু

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আগামী সোমবার থেকে ক্রীড়া কক্ষে শুরু হবে।

তার আগে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ড্র ও টেকনিক্যাল মিটিং আগামীকাল রোববার সন্ধ্যায় ফেডারেশনের হল-রুমে অনুষ্ঠিত হবে। 

এবারের জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্বে ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। খেলোয়াড়রা হলেন : গতবারের চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা আন্তর্জাাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা আন্তর্জাাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, জান্নাতুল প্রীতি, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস। 

জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্বের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।