শিরোনাম
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস) : দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে আগামীকাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে ভারত। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও ভারতের জার্সিতে খেলতে নামবেন রোহিত-কোহলি। এই সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে শুভমান গিলের। তাই সিরিজের শুরুটা জয় দিয়েই করতে চায় ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ জয়।
কাল পার্থে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
এ বছরের মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতের জার্সিতে মাঠে নামেননি রোহিত ও কোহলি। গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তারা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ফরম্যাটকে বিদায় বলেছিলেন রোহিত-কোহলি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে সিরিজ না থাকায় খেলতেও পারেননি তারা।
অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ভারতের হয়ে মাঠে নামতে যাচ্ছেন দুই সাবেক অধিনায়ক।
রোহিত ও কোহলিকে নিয়ে ভারত অধিনায়ক গিল বলেন, ‘রোহিত ও বিরাট ভাইয়ের অনেক কথা বলেছি। নানা বিষয়ে তাদের সাথে আলোচনা করেছি। তারা কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, দলের পরিকল্পনা কেমন করতে চেয়েছিল, সব কিছু জানতে চেয়েছি। আমার বিশ্বাস তাদের বিশাল অভিজ্ঞতা এই দলকে এগিয়ে নিয়ে যাবে। আমরাও তাদের কাছে শিখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ওয়ানডে নেতৃত্ব শুরু করতে যাওয়া গিল আরও বলেন, ‘রোহিত-কোহলিকে ছোটবেলা থেকে আমি আদর্শ মানতাম। তাদের রান ক্ষুধা, সাফল্যের জন্য তীব্র তাড়না আমাকে অনুপ্রাণিত করত। এমন কিংবদন্তিদের নেতৃত্ব দেওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়। আমি নিশ্চিত এই সিরিজে অনেক মুহূর্ত থাকবে, যেগুলো থেকে আমি শিখতে পারব। কঠিন কোন অবস্থায় পড়লে আমি কখনও তাদের কাছ থেকে পরামর্শ নিতে পিছপা হব না।’
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ওয়ানডেতে ফিরছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। কাজের চাপ বিবেচনায় গত বছরের নভেম্বর থেকে ওয়ানডে খেলেননি তিনি। শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আইসিসি চ্যাািম্পয়ন্স ট্রফি মিস করেন স্টার্ক।
অফ ফর্মের কারণে শুরুতে দল থেকে বাদ পড়লেও ক্যামেরন গ্রিনের ইনুজরিতে দলে সুযোগ পেয়েছেন মানার্স লাবুশেন। ভারত সিরিজে প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন দুই ব্যাটার ম্যাট রেনশ ও মিচেল ওয়েন।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫২বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ৫৮টি ও অস্ট্রেলিয়া ৮৪ ম্যাচে জিতেছে। ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) ও যশস্বী জয়সওয়াল।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনোলি, বেন ডোওয়ারশিষ, নাথান এলিস, মানার্স লাবুশেন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও এডাম জাম্পা।