শিরোনাম
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস) : ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ২৯ রানে ২ উইকেট হারায় তারা। ওপেনার ফিল সল্ট ৩ ও জ্যাকব বেথেল ১৫ রানে বিদায় নেন।
তৃতীয় উইকেটে জশ বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুকের ২৩ বলে ৩৫ রানের জুটিতে শুরুর চাপ সামলে উঠে ইংলিশরা।
বাটলার ২৫ বলে ২৯ ও ব্রুক ১৪ বলে ২০ রানে আউট হলে আবারও চাপে পড়ে ইংল্যান্ড। ৮১ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে স্যাম কারান ও জর্ডান কক্স ৩১ বলে ৩৩ রান যোগ করে ইংলিশদের রান ১শ পার করেন। ১৭তম ওভারে কক্স ১৬ রানে থামার পর ব্যাট হাতে ঝড় তুলেন কারান।
ইনিংসের শেষ ২১ বলে ব্রাইডন কার্সকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৯ রান যোগ করেন কারান। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কারান। নিউজিল্যান্ডের ছয় বোলার ১টি করে উইকেট নেন।
ইংল্যান্ডের ইনিংস শেষে বৃষ্টির নামলে ব্যাট হাতে নামতে পারেনি নিউজিল্যান্ড। সময়ের সাথে বৃষ্টির তেজ অব্যাহত থাকলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়।
আগামী ২০ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।