বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৪২

ওয়ানডে অভিষেক হল মাহিদুলের

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের ১৫৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে অভিষেক হয় মাহিদুলের।

এর আগে বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলেছেন মাহিদুল। ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১০৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল তার। অভিষেক টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- শূন্য ও ২৯ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২৮ হাফ-সেঞ্চুরিতে ৩৪২৯ রান করেছেন মাহিদুল। ব্যাটিং গড়- ৪৪.৫৩ ও স্ট্রাইক রেট ৭২.৫৭।