বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ১৭:১১

ভারত সিরিজ শেষ গ্রিনের

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তার জায়গায় অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন।

অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নামেন কিছুটা ইনজুরিতে থাকা গ্রিন। ম্যাচে তার জন্য আট ওভার বোলিং নির্ধারিত করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মেডিকেল টিম। কিন্তু চার ওভারের বেশি করতে পারেননি তিনি। ডান পাশে হালকা ব্যথা অনুভব করেন গ্রিন। এরপর সিএ মেডিকেল টিমের পরামর্শে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

এক বিবৃতিতে সিএ জানিয়েছে, ‘ইনজুরি থেকে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন গ্রিন। অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডে খেলার চেষ্টা করবেন তিনি।’

শেফিল্ড শিল্ডে খেলছেন ওয়ানডে দলে ফেরা লাবুশেন। কুইন্সল্যান্ডের হয়ে সর্বশেষ ৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি। দুই ইনিংস ব্যাট করে মাত্র ২ রান করায় দল থেকে বাদ পড়েন লাবুশেন। দেশের হয়ে এ পর্যন্ত ৬৬ ওয়ানডেতে ১ হাজার ৮৭১ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

আগামী ১৯ অক্টোবর থেকে পার্থে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও ভারত।