বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ২০:০৭

সোবহানার হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৯৮ রান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্যাটার সোবহানা মোস্তারির হাফ সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করেছে বাংলাদেশ। ৮০ বলে অপরাজিত ৬৬ রান করেন সোবহানা।

ভারতের বিশাখাপত্নমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

৯ ওভারে ৩২ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। জুটিতে ২৪ বল খেলে ১টি চারে মাত্র ৮ রান করেন ফারজানা।

বড় ইনিংস খেলার আভাস দিয়ে ব্যক্তিগত ৪৪ রানে আউট হন রুবাইয়া। ৫৯ বল খেলে ৮টি চার মারেন তিনি। 

দ্বিতীয় উইকেটে শারমিন আকতারের সাথে ৫৩ বলে ৪১ রানের জুটি গড়েন রুবাইয়া।

উইকেটে সেট হয়েও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন শারমিন আকতার ও অধিনায়ক জ্যোতি। শারমিন ৩৩ বলে ১৯ এবং জ্যোতি ৩৫ বলে ১২ রান করে আউট হন।

দলীয় ১০৪ রানের মধ্যে শারমিন ও জ্যোতি ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ৬১ রানের ব্যবধানে ৫ ব্যাটার ফিরলে ৯ উইকেটে ১৬৫ রানে পরিণত হয় টাইগ্রেসরা।

তবে শেষ উইকেটে ফারিহা তৃষ্ণাকে নিয়ে ২৫ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা সোবহানা। 

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ৬৬ রান করেন সোবহানা। ৮০ বল খেলে ৯টি চারের সহায়তায় ক্যারিয়ার সেরা ইনিংস সাজান তিনি। ১ রানে অপরাজিত থাকেন তৃষ্ণা। 

অস্ট্রেলিয়ার চার বোলার ২টি করে উইকেট নেন।