শিরোনাম
ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে সেপ্টেম্বর মাসের সেরা নির্বাচত হয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।
ভারতের স্পিনার কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে পেছনে ফেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এ সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাঁ-হাতি ব্যাটার অভিষেক।
আজ এক বিবৃতিতে গেল মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। পাকিস্তানের সিদরা আমিন ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে টপকে সেরা হন ভারতের সহ-অধিনায়ক মান্ধানা।
গেল মাসে শেষ হওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন অভিষেক। পুরো আসরে ৭ ম্যাচের ৭ ইনিংসে ৩ হাফ-সেঞ্চুরিতে ৩১৪ রান করেন তিনি।
ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন অভিষেক।
আইসিসির মাস সেরা হয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার অভিষেক বলেন, ‘আইসিসির এই পুরষ্কার জিতে আমার খুব ভালো লাগছে এবং আমি খুশি যে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পারায় এই পুরস্কার এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমাকে সমর্থনের জন্য টিম ম্যানেজমেন্ট এবং দলের সকল সতীর্থদের ধন্যবাদ জানাই।
এই পুরষ্কারের জন্য আমাকে নির্বাচিত করায় আইসিসি প্যানেলের প্রতিও আমি কৃতজ্ঞ।’