বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ২৩:১২

জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন

প্রতীকী ছবি। ফ্রিপিক

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস): জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুইদিনব্যাপী টেবিল টেনিস প্রেিতিযাগিতায় আজ দ্বিতীয় দিন দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন মো: আনোয়ার হোসেন ও জাফর ইকবাল জুটি এবং রানার্স আপ হন সৈয়দ মামুন ও তারিকুল ইসলাম মাসুম।

ফাইনাল খেলা (দ্বৈত) আনোয়ার হোসেন ও জাফর ইকবাল জুটি ১১-৭ এবং ১১-৪ পয়েন্ট সৈয়দ মামুন ও তারিকুল ইসলাম মাসুম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

গত ১৪ অক্টোবর মঙ্গলবার টেবিল টেনিস এককে সৈয়দ মামুন জাফর ইকবালকে ২-১ গেমে পরাজিত করে একক চ্যাম্পিয়ন হন এবং তৃতীয় হন মাহবুব রেজা।

আগামীকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের টেনিস কোর্টে ক্লাব সদস্যদের এয়ারগান শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।